ঢাকা ও রাজশাহীর টিকে থাকার লড়াই
- Update Time : ০২:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ’-এ মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী দিনের দুই ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে আজ রোববার । দুই দলই নামবেন টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে।
ঢাকা তিন ম্যাচ হারের পর সর্বশেষ দুই ম্যাচে জিতেছে । অন্যদিকে প্রথম দুই ম্যাচ জেতার পর সর্বশেষ তিন ম্যাচে রাজশাহী হেরেছে। সমান সংখ্যক ম্যাচে দুই দলেরই পয়েন্ট চার। তবে ঢাকা থেকে রানরেটে পিছিয়ে আছে রাজশাহী।
দিনের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকা খেলতে নামবে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। অন্যদিকে রাজশাহী খেলতে নামবে জেমকন খুলনার বিপক্ষে।
শুরুতেই খুলনার টপ অর্ডার ভেঙে ব্যাট হাতে যদি শান্তরা ঝড় তুলতে পারেন তাহলে শেষ হাসি নিয়েই ফিরতে পারবেন। ঢাকা-রাজশাহীর মধ্যে যে দলই হারবে কোয়ালিফায়ারের দৌড়ে পিছিয়ে যাবে। তখন সুযোগ এসে যাবে তামিমের বরিশালের সামনে। নক আউটে যাওয়ার দৌড়ে বেঁচে থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই দল দুটোর সামনে।
এসএস//