শিরোনাম:
কুয়াশায় বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু
- Update Time : ০১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
মুন্সীগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশার কারণে পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
কুয়াশা কেটে যাওয়ায় আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে শিমুলিয়া তিন নম্বর ফেরি ঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায় বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানিয়েছেন, এর আগে ভোর ৪টা থেকে বয়া-বাতি, সিগন্যাল কিছুই দেখা না যাবার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
বাংলাবাজার প্রান্ত থেকে সকাল সাড়ে ৮টায় দুইটা ফেরি ছেড়ে আসলেও কুয়াশার কারণে মাঝ নদীতেই নোঙর করতে বাধ্য হয়। পরে কুয়াশা কেটে যাবার পর ফেরিগুলো গন্তব্যে রওয়ানা দিয়েছে।
এসএস//