সারাদেশ ডেস্ক : ভাসানচরে আশ্রয় পাওয়া রোহিঙ্গারা ভিডিও কলে টেকনাফ-উখিয়ায় তাদের স্বজনদেরও আসার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে আরও কিছু পরিবার ভাসানচরে থাকার আগ্রহ দেখিয়ে শরণার্থীবিষয়ক কমিশনে নাম নিবন্ধন করেছে। আগামী কয়েক দিনের মধ্যে তাদের নিয়ে আসা হবে।
মূলত ভাসানচরের নতুন আশ্রয়কেন্দ্রে নিজেদের ভালো থাকার অবস্থা জানিয়ে বাকি স্বজনদেরও চলে আসার আহ্বান জানান ভাসান চরে আশ্রয় নেয়া রহিঙ্গারা।
ভাসানচরে আসা অধিকাংশ রোহিঙ্গা পরিবারের সময় কাটছে টেকনাফ-উখিয়ার স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। এ বিষয়ে সেখানে থাকা এক রোহিঙ্গা বলেন, ভাসানচর আমার দেখা সেরা জায়গা। রোহিঙ্গা যাদের ভালো লাগে তারা এখানে চলে আসেন। আমাদের মনে হয়েছিল সাগরের পাশে পানি উঠবে। এখানে এসে দেখলাম সাগর অনেক দূরে। পানি উঠবে না।
এসএস//
Leave a Reply