সারাদেশ ডেস্ক : ডেস্কটপে ভিডিও এবং ভয়েস কলের সুবিধা চালু করতে যাচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ। খুব দ্রুতই সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।
হোয়াটসঅ্যাপের মুখপাত্র হার্ন টুইটারে একটি ছবি শেয়ার করেছেন যা ডেস্কটপ অ্যাপটিতে চ্যাটের ভিতরে ভিডিও কল এবং ভয়েস কল এর অপশন উভয়ই দেখায়। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরকে একাধিক ডিভাইসের মাধ্যমে কল করার সুবিধা দেবে এবং এটি কেবল স্মার্টফোনে আর সীমাবদ্ধ থাকবে না।
আলেক্স হার্ন দুটি নতুন কল বাটন এর একটি স্ক্রিনশট টুইট করেছেন- ভিডিও কলিং এবং ভয়েস কলিংয়ের জন্য। বর্তমানে, ডেস্কটপ অ্যাপ্লিকেশনটিতে সার্চ বাটন রয়েছে, তবে খুব শীঘ্রই ভিডিও এবং কল বাটনগুলো দেখা যাবে।
এই কলিং বাটনগুলো ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য কতটুকু ফলপ্রসূ হবে তা এখনো স্পষ্ট নয়, তবে বর্তমানে এটি তার পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এসএস//
Leave a Reply