সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- Update Time : ০৮:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক মানসিক (বুদ্ধি) প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।
আজ রোববার দুপুরে শহরের গোলাহাট কবরস্থান সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সোহেল (৩২)। সে কয়া গোলাহাট কামারপাড়ার মো. রহিম কসাইয়ের ছেলে। এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, দুপুর ১ টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহী থেকে আমা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন গেলাহাট কবরস্থান এলাকা অতিক্রমকালে সোহেল রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে পড়ে যায়।
এতে তার মাথা ও দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের অন্যান্য অংশও থেতলে গিয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরে কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
এসএস//