শিরোনাম:
সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা
- Update Time : ০৭:৪৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাথায় চোট পাওয়ায় ফিল্ডিং করতে নামেননি জাদেজা। তার বিপরীতে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিবি বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালীন সাজঘরেই জাদেজার মেডিকেল পরীক্ষা হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসকরা এই পরীক্ষা করেন। তাতে দেখা যায় কনকাশন রয়েছে। জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। বাকি সিরিজে জাদেজা আর খেলতে পারবে না।
এসএস/