মাতৃত্বকালীন ছুটি চালু হলো ফুটবলে
- Update Time : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা নারী ফুটবলারদের জন্য ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির অনুমোদন দিয়েছে।
গতকাল শুক্রবার ৪ ডিসেম্বর ফিফার পরিচালনা পর্ষদ নতুন এই আইন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়,নারী ফুটবলাররা এই আইনে ১৪ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর মধ্যে সন্তান জন্মের পর বাধ্যতামূলক কমপক্ষে ৮ সপ্তাহ ছুটিতে থাকতে হবে। ছুটি শেষে ক্লাবগুলোকে তাদের নারী ফুটবলারদের পুনরায় ফুটবলে সম্পৃক্ত করতে বাধ্য থাকবে। এমনকি ছুটি শেষেও চিকিৎসা সরবরাহ করতে হবে ক্লাবগুলোকে। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, ফুটবলের প্রধান নায়ক হল খেলোয়াড়েরা, তারাই এই খেলার মূল আকর্ষণ।
নারী ফুটবলারদের উজ্জ্বল ক্যারিয়ারের জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজনের ব্যাপারে আমরা এই পদক্ষেপ নিয়েছি। ফিফা সভাপতি বলেন, ১৪ সপ্তাহের মাতৃত্বকালীন বাধ্যতামূলক ছুটির আইনে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের চুক্তির দুই-তৃতীয়াংশ অর্থের নিশ্চয়তা থাকবে। এছাড়া মাতৃত্বকালীন নারী ফুটবলারদের সাথে ক্লাবগুলোর সংশ্লিষ্টতা বাড়াতে ফিফা আরও কঠোর হবে।
এসএস//