কাতারের কাছে ৫-০ গোলে হারলো বাংলাদেশ
- Update Time : ১২:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : এশিয়া সেরা এবং আগামী বিশ্বকাপ খেলতে যাওয়া কাতারের বিপক্ষে ৫-০ গোলে হারলো বাংলাদেশ। ৯০ মিনিট শেষে স্কোর ৫-০। এটিই কাতারের কাছে বড় হার বাংলাদেশের। হোমে বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে।
আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামের এই হোম ভেনুতে ৯ হাজার দর্শক ধারণক্ষমতা। করোনায় দুই হাজার দর্শকের অনুমতি মিললেও বাংলাদেশীদেরই দখলে ছিল অত্যাধুনিক এই স্টেডিয়ামের গ্যালারি। কাতারি বলতে হাতেগোনা কয়েকজন।
গতকাল হোম ম্যাচে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশকে। ৯ মিনিটে তাদের প্রথম গোল উৎসব। আবদুল আজিজ হাতিমের শট বাংলাদেশ ডিফেন্ডারের গায়ে লেগে বোকা বানায় জিকোকে। এর আগেই ৪ মিনিটে আবদেল মোতায়ালের হেড পোস্টে প্রতিহত। ৩০ মিনিটে ম্যাচ সেরা আকরাম হাসানের আফিফের বক্সের কোনা থেকে নেয়া বাঁকানো শটে স্রেফ দর্শক জিকো। এরপরও প্রথম ৪৫ মিনিটে লাল-সবুজদের জালে আরো বেশি বল যায়নি জিকোর দৃঢ়তায়। কাতারের একের পর আক্রমণে একাই লড়েছেন তিনি।
বিরতির পরও কাতারের সাঁড়াশি আক্রমণ আর জিকোর প্রতিরোধ। ৭০ মিনিটে বিপলু আহমেদের ফাউল থেকে কাতারের ফাহমি মোস্তফার পেনাল্টি শটে জিকো হাত লাগালেও তা চলে যায় জালে। ৭৮ মিনিটে ফাঁকায় দাঁড়ানো আল মোয়েজ আল আবদুল্লাহ স্কোর ৪-০তে উন্নীত করেন। ইনজুরি টাইমে কাতারের পক্ষে পঞ্চম গোল এবং নিজের দ্বিতীয় গোল আকরামের। ম্যাচে বাংলাদেশ একটি বারের জন্যও পরীক্ষা করতে পারেনি কাতারের গোলরক্ষককে।
এসএস//