শিরোনাম:
হিলি বন্দরে সোয়া ৫ কোটি টাকা রাজস্ব আদায় কাঁচামরিচে
- Update Time : ০১:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : নভেম্বর মাসে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি হয়েছে ২ হাজার ৮৫০ মেট্রিকটন। এ থেকে সরকার রাজস্ব পেয়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১১৯ টাকা।
আজ শনিবার ৫ নভেম্বর সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের উপ-সহকারী কমিশনার।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন গনমাধ্যম’কে জানান, দেশি বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে আমদানিকারকরা প্রতিদিন ভারত থেকে এ বন্দরে কাঁচামরিচ আমদানি করে আসছেন। বতর্মান দেশি কাঁচামরিচ বাজারে ওঠায় মরিচের দাম অনেকটায় কমে গেছে। গত নভেম্বর মাসে ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছে ২ হাজার ৮৫০ মেট্রিকটন। এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ১১৯ টাকা।
এসএস//