শিরোনাম:
রাজধানীর আকাশ কুয়াশায় ঢাকা
- Update Time : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : শীতের শুরুতেই প্রকৃতিতে বইছে শীতল হাওয়া। কিন্তু রাজধানীতে এখনও শীতের আমেজ নেই বললেই চলে। তবে আজ যেন একটু ব্যতিক্রম। ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত হালকা কুয়াশায় আচ্ছন্ন ঢাকা। বইছে হালকা হিমেল হাওয়া। সূর্যের দেখা মিললেও তার নেই কোনো তেজ।
ভোর ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এসএস//