সারাদেশ ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য আসামের ধুবরি থেকে মেঘালয়ের ফুলবাড়ি পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি হবে দেশটির দীর্ঘতম সেতু ৷ ব্রহ্মপুত্র নদের উপরে তৈরি হবে এই সেতুটি। সেতুটি সংযুক্ত করবে ১৯.৩ কিলোমিটার পথকে৷
জানা গেছে, ২০২৬- সালের মধ্যে শেষ হবে সেতুটির নির্মাণ কাজ৷ ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে হাত লাগিয়েছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড৷
এই প্রকল্পটিতে বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করে জাপানের সংস্থা জাইকা৷ এই সেতুটি তৈরি হলে আসাম ও মেঘালয়ের মধ্যেকার আড়াই ঘণ্টার দূরত্ব অতিক্রম করা যাবে মাত্র ২০ মিনিটে৷ ১৯.৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি হলে এটাই হবে ভারতের দীর্ঘতম সেতু৷ আর এই সেতুটি ভারতকে সংযোগ করবে ভুটান এবং ভিয়েতনামের সঙ্গে। এছাড়া মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওসের মতো দেশগুলোর সাথেও ভারতের যোগাযোগ আরো তরান্বিত হবে।
এসএস//
Leave a Reply