সারাদেশ ডেস্ক : নিকারাগুয়ায় অবৈধ একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আটকা পড়েছেন। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিপর্যয়ের পর নিকারাগুয়ার দক্ষিণাঞ্চলের লা এসপেরাঞ্জা এলাকার ওই খনি এলাকায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
তবে ওই খনিতে ঠিক কত সংখ্যক শ্রমিক আটকা পড়ে আছেন, সঠিকভাবে সেই সংখ্যা জানাচ্ছে না সরকারি কর্মকর্তারা। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিল্লো’র প্রত্যাশা, খারাপ সংবাদ শুনতে হবে না।
স্থানীয়দের দাবি, অন্তত ১৫ জন খনির ভেতরে আটকা পড়ে আছেন। জানা গেছে, সে দেশে তিন হাজারের বেশি মানুষ অবৈধ খনিতে কাজ করেন।
এসএস//
Leave a Reply