কূটনৈতিক সম্পর্কোন্নয়নে ইসরাইল-জর্ডানের বৈঠক
- Update Time : ০২:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
আন্তর্জাতিক ডেস্ক : কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ইসরাইল-জর্ডানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের দখল করা পশ্চিম তীরের সঙ্গে জর্ডানের সংযোগ সেতু কিং হুসেন (আলেনবি) ব্রিজে ওই বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আলজাজিরা।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা আবারও শুরু করার তাগাদা নিয়ে ওই বৈঠক হয় বলে জানিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নির্বাচিত হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বাড়াতে আরব দেশগুলো সফরের অংশ হিসেবে সম্প্রতি জর্ডান সফরে যান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর কয়েক দিন পরই ইসরায়েল ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসলেন।
১৯৯৪ সাল থেকে জর্ডান ও ইসরায়েল একটি শান্তি চুক্তি মেনে চলছে। কিন্তু এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক খুবই উত্তপ্ত। তাই দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক সচরাচার দেখা যায় না।
এসএস//