অ্যান্টিজেন টেস্ট শুরু ১০ জেলায়
- Update Time : ১২:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ১০ জেলায় মহামারি করোনা ভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা শুরু হতে চলেছে । আজ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাথমিকভাবে এই অ্যান্টিজেন পরীক্ষার জন্য ১০টি জেলা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরইমধ্যে এসব জেলার হাসপাতালগুলোতে টেস্ট কিট পাঠানো হয়েছে।
১০টি জেলা হল- গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী।
এদিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও শনিবার থেকে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে এ হাসপাতালটিতে ৫০০টি কিট পৌঁছে গেছে বলেও জানা গেছে।
দেশে বর্তমানে যে পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয় সেটাকে আরটি-পিসিআর টেস্ট বলা হয়। এ পরীক্ষায় নমুনা দেয়ার পর ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তারও বেশি সময় লাগে। কিন্তু অ্যান্টিজেন টেস্টে নমুনা সংগ্রহের ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই করোনা পজিটিভ নাকি নেগেটিভ সেটা জানা যায়। তবে এ পরীক্ষাতেও কিছু ফলস রিপোর্ট আসার আশঙ্কা থেকে যায়।
এসএস//