ট্রেন রাস্তায় দূর্ঘটনায় ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- Update Time : ১১:৪৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
চট্রগ্রাম সংবাদদাতা : জেলার মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামের দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার ৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেইটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাইবোনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায়। চাকুরীর সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে তাদের বাবা মোহাম্মদ নুরুল মোস্তফার
ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে।
ওই এলাকার বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার ৪ ডিসেম্বর বিকেলে মোস্তফার স্ত্রী ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনে ছবি তুলছিলো মালেক। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়াও প্রাণ হারান। ঘটনাস্থলে দুজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মালেক প্যারাগন ফিড মিলে চাকুরী করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ওই বাড়িতে ছুটে গেছি। মালেক, খালেক দুই ভাই তারা সব সময় যে কোন কাজে এগিয়ে আসতো। আজ মালেক মারা যাওয়ায় খুব কষ্ট লাগছে। ভাইবোনের লাশ গ্রামের বাড়ি চাঁদপুর নেয়ার ব্যবস্থা করেছি।
চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, মিরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এসএস//