শিরোনাম:
প্রাক্তন শিক্ষামন্ত্রী নাহিদ করোনাক্রান্ত
- Update Time : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে ( কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন।
নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার ৩ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর শরীরে করোনা শনাক্ত হয়।
নাহিদের ঘনিষ্ঠ জাকির হোসেন জানান, নুরুল ইসলাম নাহিদ বর্তমানে তাঁর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা সার্বক্ষণিক তাঁর খোঁজখবর নিচ্ছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এসএস //