সারাদেশ ডেস্ক : চলতি বছরের মে থেকে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীনের মধ্যে চলছে তীব্র উত্তেজনা। জুন মাসের ১৫ তারিখে উভয়পক্ষের সংঘর্ষে ২০ ভারতীয় সেনার মৃত্যু হয়। ভারতীয় সেনাদের ওপর পরিকল্পনা করেই হামলা চালিয়েছিল চীন। এমনকি প্রাণহানির সম্ভাবনা রয়েছে জেনেও সেই হামলা চালিয়েছিল দেশটি।
ইউনাইটেড স্টেট-চায়না ইকনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া বার্ষিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। গালওয়ানে সংঘর্ষের ব্যাপারে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’র হামলায় নিহত হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। আর মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, নিহত চীনা সেনার সংখ্যা ৩৫।
ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিভাগের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেভিড স্টিলওয়েল অভিযোগ করেছিলেন,করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে চীন সরকার ভারতসহ বিভিন্ন প্রতিবেশী দেশের ওপর চড়াও হওয়ার ছক কষেছিল। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) তে লালফৌজের আগ্রাসী আচরণ সেই পরিকল্পনারই অংশ।
এসএস//
Leave a Reply