‘বুম’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ক্যাটরিনার
- Update Time : ০২:১৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ২ Time View
বিনোদন ডেস্ক : ২০০৩ সালে ‘বুম’ সিনেমা দিয়ে বলিউডে নিজেকে আত্মপ্রকাশ করেন ক্যাটরিনার। তার প্রথম ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবির সাথে ক্যাটরিনা কাইফও সকলের অগোচরে রয়ে যান।
ফলে সেই সময় থেকে তার স্ট্রাগল শুরু হয়। সে সময়ই আরো একটি মুভির শুটিং শুরু হয়। মুভির নাম ছিল ‘সায়া’। এই মুভিতে ক্যাটরিনার বিপরীতে অভিনয় করছিলেন জন আব্রাহাম। জন ও ক্যাটরিনা দু’জনই তখন ইন্ডাস্ট্রিতে নতুন।
মহেশ ভাট তার এই ছবির জন্য এমন নতুন মুখই খুঁজছিলেন। জন ও ক্যাটরিনাকে তিনি নিজের ছবির জন্য সই করিয়ে নেন।
ছবির শুটিংও শুরু হয়। কিন্তু তৃতীয় দিন সেটে গিয়ে ক্যাটরিনা জানতে পারেন তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তার বদলে শর্মা নামে আরেক নবাগতকে নেওয়া হয়েছে।
কেন এ রকম করা হলো তার সঙ্গে? ক্যাটরিনা জানতে পারেন যে, তার কো-স্টার জনের অনুরোধেই এমন হয়েছে। ক্যাটরিনা তখন ভালোভাবে হিন্দি বলতে পারতেন না। সে কারণেই জন নাকি তার সঙ্গে অভিনয় করতে রাজি ছিলেন না।
এই ঘটনা অবশ্য লাকি হয়ে ওঠে ক্যাটরিনার কাছে। কারণ এরপরই ক্যাটরিনার পরিচয় হয় সালমানের সঙ্গে। এরপরে ক্যাটরিনার সাফল্যের গল্প তো সবার জানা।
এসএস//