শিরোনাম:
ভারত-বাংলাদেশ পাইপলাইনের কাজ শুরু
- Update Time : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ শুরু হয়েছে ।
উপজেলার সোনাপুকুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এই কাজ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক।
প্রকল্প পরিচালক টিপু সুলতান গনমাধ্যমকে বলেন, ভারতের শিলিগুলির নুমালীগড় থেকে পাইপলাইনে পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল আমদানির জন্য এই উদ্যোগ। ১৩১ কিলোমিটার পাইপলাইন দিয়ে সরাসরি তেল আসবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৮ সালের ৯ এপ্রিল সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর সে বছেই দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসএস//