নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
- Update Time : ০২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বরিশাল প্রতিনিধি : জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩ডিসেম্বর) সকাল ৭টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড বদরপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেয়ের মরদেহ বিছানায় ও মায়ের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতরা হলেন- সালমা বেগম (২৫) ও তার শিশু কন্যা আফ্রিন (২)।
নিহত সালমা বেগমের শ্বাশুড়ি রোকেয়া বেগম জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার ছেলে কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেনের সাথে স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে স্বামী আমজাদ হোসেন তার পাশ্ববর্তী বোনের বাড়িতে চলে যান।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ঘরে এসে আফ্রিনের লাশ খাটের মেঝেতে দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন তিনি। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে খাটের মেঝেতে শিশুটির লাশ এবং ঘরের আড়ার সাথে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
ভোর আনুমানিক ৫টার সময় এই ঘটনা ঘটেছে বলে জানান তারা।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানান, ঘটনাস্থল থেকে শিশু ও মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হবে।
এসএস//