প্রতিবন্ধীদের মালিকানাধীন “ইলেক্ট্রিকাল ভিহিকেল” নিয়ে নীতিমালা প্রণয়ণে লিগ্যাল নোটিশ
- Update Time : ০৫:২৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক : প্রতিবন্ধীদের মালিকানাধীন ও তাদের দ্বারা চালিত ইলেক্ট্রিকাল ভিয়েকেল(ইসি বাইক ও মিশুক) এর নীতিমালা প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে সমাজকল্যাণ মন্ত্রী (যিনি পদাধিকার বলে সভাপতি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি), মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি কর্পোরেশন, সচিব, সমাজ কল্যান মন্ত্রনালয়(যিনি পদাধিকার বলে সভাপতি, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি) আইজিপি,পুলিশ, জেলা প্রশাসক,ঢাকা, চেয়ারম্যান,বিআরটিএ কে বিবাদি করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ ডিসেম্বর রেজিস্ট্রি ডাকযোগে মোঃ সোহেল রানা সহ ৩৫০ প্রতিবন্ধীর পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মোঃ জে আর খাঁন রবিন।
নোটিশ পাঠানোর বিষয়টি আইনজীবী জে আর খাঁন রবিন সারাদেশ’কে নিশ্চিত করেন।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তার প্রতিবন্ধী মোয়াক্কালগনের মালিকানাধীন ও তাদের দ্বরা চালিত “ইলেক্ট্রিকাল ভিহিকেল” নিয়ে নীতিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান আইনজীবী।
আইনজীবী মোঃ জে আর খাঁন রবিন জানান,তার প্রতিবন্ধী মোয়াক্কালগন সমাজের বোঝা না হয়ে নিজেরাই সাবলম্বী হাওয়ার আপ্রান চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় তার মোয়াক্কেলগন বিভিন্নভাবে টাকা ধার করে কিস্তির মাধ্যমে “ইজি বাইক ও মিশুক” ক্রয় করে তা হতে উপার্জিত আয় দিয়ে একদিকে তাদের সংসার চালান অন্যদিকে ঋণের টাকাও কিস্তির মাধ্যমে সমন্বয় করেন।ইতিমধ্যে সরকার “ইলেক্ট্রিকাল ভিহিকেল” ঢাকা সিটি কর্পোরেশনে চলতে না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করায় আইন শৃঙ্খলাবহিনী প্রতিনিয়ত তার মোয়াক্কালগনের মালিকানাধীন ও তাদের দ্বারা চালিত “ইলেক্ট্রিকাল ভিহিকেল” জব্দ করে ডাম্পিং-এ নিয়ে যাচ্ছেন। তাছাড়া তার মোয়াক্কেলগনকও নানা ভাবে হয়রানিও করা হচ্ছে।
এসএস//