শিরোনাম:
রবীন্দ্রনাথকে নিয়ে ছায়ানটের বিশেষ অনুষ্ঠান
- Update Time : ০৩:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
বিশেষ প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে । ৪ দিনের এই আয়োজন ৩ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
‘জাগ্রত করো, নির্ভয় করো হে’- শিরোনামের এই আয়োজনে রয়েছে রবীন্দ্রনাথের পূজা, প্রেম, বিচিত্র ও স্বদেশ পর্যায়ের রচনা ঘিরে একেক দিনের অনুষ্ঠান। প্রতিদিনের পরিবেশনা সাজানো হয়েছে গান, পাঠ-আবৃত্তি, নৃত্য ও কথন দিয়ে।
এই আয়োজন সরাসরি দেখা যাবে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায়, ছায়ানটের ইউটিউব চ্যানেল, CHHAYANAUT DIGITAL-PLATFORM ও ছায়ানটের ফেইসবুক পেইজে।
অনুষ্ঠান দেখবার ঠিকানা: bit.ly/chhayanaut এবং https://www.facebook.com/groups/chhayanaut
এসএস//