শাহরুখের নতুন লুকের চমক
- Update Time : ০৩:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
বিনোদন ডেস্ক : এবার লম্বা চুলের সঙ্গে ফ্রেঞ্চ কাট দাড়ি এমন লুকেই ভাইরাল হয়েছে শাহরুখ খানের ছবি। বলিউডের এই কিং খানের যে ছবি প্রকাশ্যে আসতেই তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
শাহরুখের জন্মদিনেই জানা গেছে, ২০১৮ সালের পর ফের বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান দিয়েই ফিরছেন শাহরুখ। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই কিং খানের ভক্তরা দিন গুনতে শুরু করেন। তবে কিং খান এ বিষয়ে মুখ খোলেননি। এমনকী, জন্মদিনেও এবার দুাবইতে ছিলেন শাহরুখ। ফলে মন্নতের বাইরে জন্মদিনে দেখা যায়নি কিং খানকে।
জন্মদিনের পরপরই ভাইরাল হয় শাহরুখ খানের নতুন ছবি। তখন থেকেই পাঠান নিয়ে জল্পনা শুরু হয়। জানা যায়, শাহরুখের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও। পাশাপাশি পাঠানের জন্য এই সিনেমায় দীপিকা নাকি ১৫ কোটি পারিশ্রমিকও নিচ্ছেন বলে খবর।
প্রসঙ্গত, ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেসের পর এবার শাহরুখের সঙ্গে তৃতীয় সিনেমা পাঠানে স্ক্রিন শেয়ার করছেন দীপিকা পাড়ুকোন।
এসএস//