দ্রুততম সময়ে ১২ হাজারে কোহলি
- Update Time : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
খেলা ডেস্ক : ক্যানবেরায় আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১২তম ওভারের প্রথম বলে ১২ হাজার রান ছুঁয়ে ফেলেন কোহলি।
১২ হাজার রানের মাত্র ২৩ রান দরকার ছিল তাঁর। এর আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের, তিনি ১২ হাজার রান করেছিলেন ৩০০তম ইনিংসে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ কোহলি খেলতে নেমেছেন নিজের ২৪২তম ইনিংস।
যাঁকে আদর্শ মেনে বেড়ে উঠেছিলেন, সেই টেন্ডুলকারের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছে গড়লেন নতুন রেকর্ড।
২০০৮ সালে ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেকের পর কখনো এমন হয়নি। এই প্রতিবেদন লেখার সময়ে কোহলি আউট হয়ে গেছেন ৬৩ রান করে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের রান ৩৩ ওভারে ৫ উইকেটে ১৫৫।
সেঞ্চুরি না হোক, আপাতত কোহলি ভাসছেন দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়ার প্রশংসায়। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১২ হাজারি ক্লাবে ঢুকলেন কোহলি। টেন্ডুলকার তো ছিলেনই, কোহলির আগে এই ক্লাবে ঢোকা অন্য চার ব্যাটসম্যান হলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও শ্রীলঙ্কার তিন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, সনৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।
এসএস//