বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চীনের ‘চ্যাং ই-৫’ নামক নভোযান। চাঁদ থেকে নুড়ি ও মাটি সংগ্রহের উদ্দেশ্যে এক সপ্তাহ আগে এ নভোযান উৎপক্ষেপণ করেছিল চীন।
আজ শুক্রবার ১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁদে অবতরণ করে নভোযানটি। বিবিসির খবর বলা হয়েছে।
এ অভিযানের মাধ্যমে চার দশক পর মাটি সংগ্রহের উদ্দেশ্যে ফের কোনো মহাকাশযান অবতরণ করল চাঁদে। ৪৪ বছর আগে লুনা-২৪ নামক অভিযানের মাধ্যমে সর্বশেষ চাঁদ থেকে ১৭০.১ গ্রাম নমুনা সংগ্রহ করেছিল সোভিয়েত ইউনিয়ন। তার আগে চাঁদের নমুনা সর্বপ্রথম পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। এবার এ তালিকায় তৃতীয় দেশ হিসেবে নাম তুলল চীন।
চীনের চাঁদে অভিযানের লক্ষ্য হচ্ছে সেখান থেকে নুড়ি ও মাটি সংগ্রহ করা, যা বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে। চীনা নভোযানটি ‘ওশান অব স্ট্রোম’ নামের এলাকা থেকে দুই কেজি নমুনা সংগ্রহ করবে। এর আগে কখনো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। নভোযানটি বেশকিছু দিন সেখানে অবস্থান করবে। এরপর তা একটি ক্যাপসুলে করে এটিকে পৃথিবীতে নিয়ে আসা হবে।
এসএস//
Leave a Reply