বিপুল পরিমান ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক
- Update Time : ১২:৪৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
আজ বুধবার ২ ডিসেম্বর ভোরে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের ওপর গুলতি নিক্ষেপ করতে থাকে।
পরে কোস্টগার্ড ট্রলারটি ধরতে সক্ষম হয়। ট্রলারটি তল্লাশি করে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮ প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা লুকায়িত ছিল। এসব ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ জন নাগরিক আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।
কোস্টগার্ড আরও জানান, মিয়ানমারের ৭ জন নাগরিককে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।
এসএস//