কুমিল্লায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
- Update Time : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
মোঃ জহিরুল হক বাবু (কুমিল্লাহ প্রতিনিধি) : জেলার বরুড়া উপজেলার গইনখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আকতার হোসেন মাসুদ (৩৩) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাতে কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গইনখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার বরুড়া থানধীন গইনখালি গ্রামের মৃত মোসলেম উদ্দীনের ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজী, টেন্ডারবাজীসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
এসএস//