রামগড়ে লজ্জাবতী বানর উদ্ধার
- Update Time : ০৭:৫৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : খাগড়াছড়ির রামগড় উপজেলায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
রামগড় পৌরসভার বল্টু রামটিলা বৈষ্ণবপাড়া গ্রামের স্থানীয় এক সংবাদকর্মীর বাড়ির মিশ্র ফলবাগানে বানর দুটি পাওয়া যায়।
স্থানীয় সংবাদকর্মী রতনবৈষ্ণব ত্রিপুরা বলেন, বাড়ির ফলবাগানের গাছের ঢালে অদ্ভুত আকৃতির বন্যপ্রাণীগুলো দেখতে পান তিনি। পরে তার বড় বোন প্রিয়া ঘোষতাসহ পরিবারের অন্য সদস্যদের সহায়তায় গাছ থেকে নামিয়ে খাচায় সংরক্ষণ করেন। উদ্ধার হওয়া বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় লজ্জাবতী বানর দুটি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করতে চান তারা।
জানা যায়, উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলো বাংলাদেশের বনাঞ্চলে প্রায় বিলুপ্ত। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এক সময় এ প্রজাতির বানরদলের অবাধ বিচরণ ছিল। এরা সাধারণত একা বা জোড়া ঘুরে বেড়ায়। ইংরেজিতে এদের বলা হয় ‘বেঙ্গল স্লো লরিস’ বাংলায় ‘লজ্জবতী বানর।’ এর বৈজ্ঞানিক নাম, ‘নেক্সাসিব্যাস বেঙ্গলান্সিস।’
উল্লেখ্য, ১৫ বছর আগেও বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধারের পর স্থানীয় পত্রিকায় প্রকাশ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে সেটি রামগড় বনবিভাগের সহযোগিতায় চকোরিয়া ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করে।
এসএস//