প্রবাসী বাংলাদেশিরা জর্ডান ফেরার সুযোগ পেলেন
- Update Time : ১২:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা আবার জর্ডান ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
জর্ডানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১৭ মার্চ তারিখের আগে বাংলাদেশে ছুটিতে গিয়ে যেসব প্রবাসী বাংলাদেশি আটকে পড়েছিলেন তাদের ফিরে আসার জন্য জর্ডান সরকার নতুন ভিসা/অনুমতি প্রদান করা শুরু করেছে। ফলে যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে, তারাও নির্দিষ্ট প্রক্রিয়ায় জর্ডানে ফিরতে পারবেন।
যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ আছে তাদের ক্ষেত্রে নিচের উল্লেখিত ডকুমেন্টস প্রয়োজন হবে-
মেয়াদ সম্বলিত আকামা ও তাছরিয়া
www.visitjordan.gov.jo হতে প্রাপ্ত কিউআর কোড সম্বলিত অনুমতিপত্র
ট্রাভেল ইনস্যুরেন্স
করোনা টেষ্ট (নেগেটিভ পিসিআর রিপোর্ট)
আর যাদের আকামা ও তাছরিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে, তা হচ্ছে-
প্রত্যেকের নিয়োগকর্তা (কফিল) কর্তৃক জর্ডানের মিনিষ্ট্রি অফ ইন্টিরিয়র (ওজারাতুত দাখিলিয়া) হতে ভিসা/অনুমতি সংগ্রহ করতে হবে।
জর্ডানের ইন্টেরিয়র মন্ত্রণালয় কর্তৃক নতুন ভাবে ইস্যুকৃত বর্ধিত মেয়াদের ভিসা জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়ন করতে হবে।
বাংলাদেশ দূতাবাস কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র
দূতাবাস থেকে ভিসা সত্যায়ন এবং প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য ভিসা/অনুমতির মূল কপি ও তার ইংরেজি অনুবাদ, পাসপোর্টের কপি, আকামা ও তাছরিয়ার কপি নির্ধারিত সরকারি ফি সহ কফিল কর্তৃক বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে।
জর্ডান সরকারের ঘোষণা অনুযায়ী জর্ডানে প্রবেশের জন্য এসব কাগজপত্র বাংলাদেশ ও জর্ডানের বিমানবন্দরে প্রদর্শনের জন্য সঙ্গে বহন করতে হবে।
এসএস//