কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি ইয়াবা ও অস্ত্রসহ আটক এক
- Update Time : ০১:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০
- / ০ Time View
মোঃ জহিরুল হক বাবু কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশী পিস্তল, একটি ম্যগাজিন,
তিন রাউন্ড গুলিসহ মোছা আহম্মেদ প্রকাশ্যে মুন্না নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্যাব-১১,সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন নন্দনপুর বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাসী চালায়।
প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে ১৯ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশী পিস্তল, একটি ম্যগাজিন, তিন রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় কুমিল্লা জেলার কোতয়ালি থানধীন ভূবনগড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোছা আহম্মেদ প্রকাশে মুন্না (২৯)’কে আটক করে।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান,দীর্ঘদিন যাবৎ প্রাইভেট কার চালানোর আড়ালে অস্ত্র, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
আটককৃত মাদক ব্যবসায়ী মুন্নার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান র্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএস//