রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ!
- Update Time : ০৫:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : টলিউডের সারাজাগানো জনপ্রিয় অভিনেতা জিৎ। তার পুরো নাম জিতেন্দ্র মাদনানী। ২০০১ সালে তেলেগু সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে বড়পর্দায় পা রাখেন। ‘সাথী’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপর একে একে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আজ ৪২ বছর বয়সী এ অভিনেতার জন্মদিন । ১৯৭৮ সালের আজকের এ দিনে ৩০ নভেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তিনি। এবারের জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করেছেন জিৎ। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘বাজি’ নিয়ে আগামীর পরিকল্পনা।
জিৎ কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? লাইভে এক ভক্তের করা প্রশ্নে অভিনেতা বলেন, ‘কী জানি, ভবিষ্যতে কী হবে! ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্যে যা আছে তাই হবে। তবে আমি রাজনীতি সম্পর্কে কিছু জানি না।’ জন্মদিন উপলক্ষে লাইভে ভক্তদের ভালোবাসায় ভেসে যান এ অভিনেতা। মানুষের ভালোবাসায় জিৎ আপ্লুত- এমনটাও জানিয়ছেন লাইভে।
এসএস//