প্রেমিকার ধার শোধ করতে ব্যবসায়ীকে হত্যা
- Update Time : ০৪:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : নাটোরের নলডাঙ্গায় নিহত সার ব্যবসায়ী অরুণ শর্মার ছিনতাই হওয়া ৩ লাখ টাকার মধ্যে ২ লাখ ১৩ হাজার টাকাসহ আল আমিন (২২) নামে কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
প্রেস ব্রিফিং এ জানা যায়, আইপিএলের জুয়ায় হেরে যাওয়ার পর প্রেমিকার কাছ থেকে ধার নেয়া ২০ হাজার টাকা পরিশোধ করতেই ছিনতাইয়ের পথ বেছে নেয় উপজেলার সোনাপাতিল গ্রামের সার ব্যবসায়ী অরুণ শর্মা হত্যার অভিযুক্ত আসামি রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও একই গ্রামের সাকের আলীর ছেলে আল আমিন।
রোববার দুপুর দুইটার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সার ব্যবসায়ী অরুণ শর্মা (নোকান ঠাকুর) হত্যার ঘটনার এমন বর্ণনা দেন।
পরে তাকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর সাহেব বাজার এলাকার জিম ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয় আল আমিনকে। এ সময় ছিনতাইয়ের দুই লাখ ১৩ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। পরে সকালের দিকে আরো ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসএস//