শিরোনাম:
নৌ পুলিশের ওপর হামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
- Update Time : ০৬:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানের সময় নৌ পুলিশের ওপর হামলা করেছে এক ইউপি সদস্য। ওই ঘটনার পর নৌ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতের নাম মো. পারভেজ গাজী ওরফে রনি (৩২)। তিনি সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
গতকাল রোববার রাত ৯টার দিকে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের হাকিম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয় । পরে শহরের ট্রাকঘাট এলাকায় নৌ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে চাঁদপুর মডেল থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
নৌ পুলিশ বলেন, সম্প্রতি মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশের ওপর হামলার মামলায় পারভেজ গাজী রনি এজাহারভুক্ত আসামি। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএস//