সারাদেশ ডেস্ক : গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর ভূমিষ্ঠ হওয়া নবজাতকের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সেলিন নাগ চাং নামে ওই নারী চলতি মাসে সন্তান জন্ম দেন । গেল মার্চে নাগ চাং গর্ভবতী থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর আড়াই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।
কিন্তু চলতি মাসে জন্ম দেয়া তার ছেলে সন্তানের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। উল্টো ডাক্তাররা শিশুটির শরীরে করোনা অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি এখনো নিশ্চিত নয় যে গর্ভকালীন কিংবা প্রসবের সময় কোভিড-১৯ মায়ের শরীর থেকে সন্তারের শরীরে ছড়ায় কি না।
এসএস//
Leave a Reply