শিরোনাম:
জুরাইনে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
- Update Time : ০৩:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর জুরাইনে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয় বলে ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছেন।
তিনি বলেন, আমিনুল বুদ্ধি প্রতিবন্ধী। জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে ওসি রকিবুল বলেন, ‘শনিবার বাড়ির কাছেই এক আত্মীয়র বাসায় গিয়েছিল আমিনুল। রাতে সে বাসায় ফেরার জন্য ওই আত্মীয়র বাসা থেকে বের হয়। কিন্তু বাসায় না ফেরায় পরিবার খোঁজা শুরু করে। এলাকায় মাইকিংও করা হয়। এরই মধ্যে জুরাইনে রেললাইনে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে স্বজনরা সেখানে যান এবং আমিনুলকে শনাক্ত করেন।
স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এসএস//
Tag :