শিরোনাম:
করোনায় আরও মৃত্যু ২৯, নতুন শনাক্ত ১৭৮৮
- Update Time : ০৪:১৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৯ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার ২৯ নভেম্বর এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে আরও ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়েছেন।
এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৯ জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এসএস//