সিডনিতে আজও দাপটে অস্ট্রেলিয়া
- Update Time : ০২:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : সিডনিতে আজও দাপটের সাথে খেলছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ভারতীয় বোলারদের রিতীমত তুলোধুনো করেছেন স্মিথ, ম্যাক্সওয়েল, ওয়ার্নার, ফিঞ্চরা।
টস জিতে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৮৯ রান তুলেছে স্বাগতিকরা। ভারতীয়দের বিপক্ষে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। সব মিলিয়ে তৃতীয়। এর আগে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে ৪৩৪ রান ও আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল।
স্মিথ আজও পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। ওয়ার্নার, ফিঞ্চের ব্যাটও হেসেছে। মধ্যভাগে লাবুশানে ছড়িয়েছেন মুগ্ধতা। শেষদিকে দলের প্রয়োজন মিটিয়েছেন ম্যাক্সওয়েল। তাতে এলোমেলো সফরকারীদের বোলিং আক্রমণ।
শেষটা রাঙান ম্যাক্সওয়েল। মাত্র ২৯ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬৩ রান করেন। স্ট্রাইক রেট ২১৭.২৪। শেষদিকে ম্যাক্সওয়েল যে ঝড় তোলেন তাতে মনে হচ্ছিল দলীয় রান চারশ হয়েই যাবে। সাইনির করা শেষ ওভারে ১৫ রান তুলেছিলেন ডানহাতি হার্ডহিটার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটায় ৬৬ রানে হেরেছিল ভারত। সিরিজ নির্ধারনী ম্যাচে কোহলিরা কি শেষ পর্যন্ত পারবেন জয় নিশ্চিত করতে?
এসএস//