সারাদেশ ডেস্ক : ফ্রান্সে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় বিক্ষোভ করছে সংবাদমাধ্যমের কর্মী ও সাধারণ মানুষ। দেশটির নিম্নকক্ষে পুলিশকে সুরক্ষা দেওয়া সংক্রান্ত একটি আইনের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এমন অভিযোগে বিক্ষোভ দেখিয়েছে মানুষ। এ পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সংঘাতে প্রায় ১৬ জন পুলিশও আহত হয়েছে বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দেশটিতে এমন বিক্ষোভ নজীরবিহীন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘাতে জড়িয়েছে সংবাদকর্মী ও সাধারণ মানুষ। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ফ্রান্সের পুলিশ কয়েকদিন আগে দেশটির রাজধানী প্যারিসের রাস্তা থেকে শরণার্থীদের নির্দয়ভাবে সরিয়ে দিয়ে সমালোচিত হয়েছিল। এর মধ্যে গত দু দিন আগে একজন কৃষ্ণাঙ্গকে তিন জন শ্বেতাঙ্গ পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনা প্রকাশ পায়। এসব ঘটনার ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে অস্বস্তিতে পড়ে দেশটির পুলিশ। এ দুটি ঘটনার পর প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ প্রশাসনের ব্যাপক সমালোচনা হচ্ছে।
সূত্র: বিবিসি
Leave a Reply