শিরোনাম:
মামলা লড়তে গাম্বিয়াকে পাঁচ লাখ ডলার দিল বাংলাদেশ
- Update Time : ১১:৫৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে মিয়ানমারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে পাঁচ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ।
নাইজারের রাজধানী নিয়ামে বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের চলমান বৈঠকে সূচিত তহবিল সংগ্রহ অভিযানে বাংলাদেশ এ অর্থ সহায়তা দেয়।
ওআইসি সচিবালয়ের কর্মকর্তারা বলেন, ঢাকা ছাড়াও ওআইসির ৫৭ সদস্যের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও নাইজেরিয়া এ পর্যন্ত আইসিজে এ মামলায় গাম্বিয়াকে আর্থিক সহায়তা দিয়েছে।
গাম্বিয়ার মন্ত্রী বলেন, মামলাটির লক্ষ্য হলো, রোহিঙ্গা সঙ্কটের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধান। আইসিজেতে রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত ওআইসির সম্ভাব্য যাবতীয় পদক্ষেপ মামলার স্বার্থে তার দেশের সাথে সমন্বয় করে পরিচালনা করা উচিৎ।
সূত্র- বাসস