বরিশালে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
- Update Time : ০২:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ২ Time View
বরিশাল প্রতিনিধি : জেলা শহরের একটি নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে আব্দুল কুদ্দুস নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার ২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নগরের কলেজ এভিনিউ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল কুদ্দুস ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা গ্রামের বাসিন্দা। তিনি নগরীর পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নির্মাণাধীন ওই ভবনে তিনি টাইলসের কাজ করতেন।
ভবনের মালিক জানান, সকাল ৬টার দিকে ভবনের নিচ তলায় ওই শ্রমিককে পরে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সুরতহাল ও ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
এসএস//