শিরোনাম:
কিশোরগঞ্জে যাত্রীবাহী অটোরিকশায় আগুনে দগ্ধ ৩
- Update Time : ০৫:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কিশোরগঞ্জে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় লাগা আগুনে ৩ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদরের যশোদল এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এতে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী লতিফা আক্তার (৩৫) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮) আহত হয়েছেন। অপর আহত যাত্রীর নাম দেলোয়ারা খাতুন (৫৫)। তিনি লতিফার স্বজন বলে জানা গেছে। লতিফা কটিয়াদী পৌরসভা এলাকার সাইদুর রহমানের স্ত্রী। আহত ব্যক্তিদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএস//