শাহজাদপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
- Update Time : ০৭:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ০ Time View
সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পাড় জামিরতা গ্রামে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে জামিরতা এলাকায় ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাটপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে সোহান (৪) সকাল সাড়ে ৮টায় জামিরতা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ‘হাবিব এন্টারপ্রাইজ’ এর একটি ট্রাক শিশু সোহানকে ধাক্কা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সোহান মারা যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেনকে আটক করে রাখে। খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই রুবেল হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানা পুলিশ বলেন, আমরা গাড়ির ড্রাইভার, হেলপার ও ট্রাকটি থানায় নিয়ে যাচ্ছি। শিশু সোহানের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে।
এসএস//