বাজারে কমেছে ডিমের দাম
- Update Time : ০১:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বাজারে সবজির দাম কমার সাথে সাথে ডিমের দামও কমেতে শুরু করেছে। এখন ডিমের ডজন বিক্রি হয়ে আসছে ১০০ টাকা। কোনো কোনো এলাকায় ১০০ টাকায় ১৪টি ডিমও পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলেছেন, ডিম কিনে এখন বেশ স্বস্তিই পাচ্ছেন।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। মুলা, ফুলকপি ও বাঁধাকপির দামও কমেছে। মাঝারি সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকার মধ্যে। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপিও। শালগমের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। মুলার কেজি এখন ২৫-৩০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। তবে গাজর, ঝিঙা, চিচিঙ্গা, পটোল ও বরবটির দাম আগের মতোই চড়া রয়েছে। বাজার ও মান ভেদে গাজরের কেজি আগের মতোই বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। বরবটি গত সপ্তাহের মতো ৬০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পটোলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। করলার কেজি ৪০ টাকা। কচুরলতি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে।
তবে একাধিক দোকানি বলেছেন, এই টমেটো প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করা। তবে কাঁচা দেশী টমেটো আসতে শুরু করেছে বাজারে। কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা। এই মুহূর্তে বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মিচুরি (পুঁইশাকের ফুল) কেজি ৮০ টাকা। সব মৌসুমেই পাওয়া যায় এমন একটি সবজি কাঁচা পেঁপের কেজি ৩৫ টাকা। দীর্ঘ সময় ধরে বাজার কাঁপানো কাঁচামরিচের ঝাল কিছুটা কমে এখন ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবচেয়ে স্বস্তি এখন ডিমে। যে ডিম গত সপ্তাহেও ১০০ টাকা ডজন ছিল এখন তা বিক্রি হচ্ছে ১০০ টাকায় ১৪টি। মানিকনগর এলাকার ডিম বিক্রেতা সুজন গতকাল নয়া দিগন্তকে জানান, ডিমের সরবরাহ অনেক। ভ্যানে অনেক ভাসমান দোকানের দেখা মিলছে বাজারে। যে কারণে ডিমের দাম কমে বাজারে আরো স্বস্তি নিয়ে এসেছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৩০ টাকা হয়েছে।
শুকনো মৌসুমের কারণে খাল-বিল ও হাওড়ের পানি কমে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ একটু বেশি। যে কারণে মাছের দামও কিছুটা কম বলে বাজার ঘুরে দেখা গেছে।
এসএস//