সহকর্মীর দেওয়া আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
- Update Time : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : রাজধানীর শ্যামপুরের জুরাইনে সালাউদ্দিন ফিলিং স্টেশনে অকটেন ঢেলে সহকর্মীর দেওয়া আগুনে দগ্ধ রিয়াদ হোসেন নামে এক যুবক মারা গেছেন।
গতকাল শুক্রবার ২৭ নভেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রিয়াদ সিদ্ধেশ্বরী কলেজে স্নাতকের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি সালাউদ্দিন ফিলিং স্টেশনে কাজ করতেন।
গত মঙ্গলবার ভোরে ওই ফিলিং স্টেশনে রিয়াদের শরীরে অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরই সহকর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প রিয়াদের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।।
গত মঙ্গলবার রিয়াদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান (২২) অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেন।
এই ঘটনায় রিয়াদের বাবা ফরিদ হোসেন একটি মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। মাহমুদুল ছাড়া অপর আসামিরা হলেন ফিলিং স্টেশনের দুই অপারেটর ফাহাদ আহমেদ ও শহিদুল ইসলাম। তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে।
এসএস//