ম্যাচ হারের পর কোহলিদের জরিমানা
- Update Time : ০৬:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ভারতের ৬৬ রানের হারে শুরু হয়েছে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচ হারের পর আবার জরিমানাও গুনতে হচ্ছে ভারতীয় দলকে।
সিডনিতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন জানিয়েছেন, নির্ধারিত সময়ের থেকে ভারতীয় ক্রিকেট দল এক ওভার পিছিয়ে ছিল।
দোষ স্বীকার করে নেওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ম্যাচে ব্যাট-বলের দারুণ পারফরম্যান্সে ভারতকে উড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৪ রান তোলে। জবাবে ভারত ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানের বেশি করতে পারেনি। ৬৬ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। রোববার একই মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
এসএস//