শিরোনাম:
টুঙ্গীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩
- Update Time : ০২:০০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ শনিবার দুপুর ১২টার পর উপজেলার মালেকের বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টুঙ্গীপাড়া থানা পুলিশ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। অন্য দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
এসএস//