নিজস্ব প্রতিবেদক : দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)।
শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে পৃথিবীর ভ্রমণ শেষ করে অনন্তকালে যাত্রা করেছেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী আলী যাকের। বেলা ১১টায় তাঁকে নেয়া হয় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখান থেকে বনানীর উদ্দেশে শেষযাত্রা। জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানের সবুজ মাটিতে শেষ নিদ্রা হবে তাঁর।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানানোর শুরুতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানানোর শুরুতেই ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।
ছেলে অভিনেতা ইরেশ যাকের জানিয়েছেন, মৃত্যুর দুই দিন আগে তাঁর বাবার করোনা শনাক্ত হয়। সংগত কারণে শহীদ মিনারে শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়নি। আজ আসরের নামাজের পর বনানী কবরস্থানের মসজিদে জানাজা পড়ানো হয়। তারপর বনানী কবরস্থানে আলী যাকেরকে দাফন করা হবে।
শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন আলী যাকের। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।
এসএস//
Leave a Reply