শিরোনাম:
এবার সাতক্ষীরায় মায়ের পাশ থেকেই নবজাতক চুরি
- Update Time : ০৭:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ১ Time View
সাতক্ষীরা প্রতিনিধি : বাগেরহাটের পর এবার সাতক্ষীরায় দিনের বেলায় মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় সোহান হোসেন নামে ১৫ দিনের এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১১টা পর্যন্ত শিশুটি নিখোঁজ রয়েছে।
বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
নবজাতক সোহান হোসেন ওই গ্রামের দরিদ্র সোহাগ হোসেন ও ফতেমা দম্পতির ছেলে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে ঘরের বারান্দায় মশারির মধ্যে ঘুমিয়ে থাকা অবস্থায় চুরি হয়ে যায় সোহান। এসময় মা ফাতেমা খাতুনও তার পাশে ঘুমিয়ে ছিলেন।
এর আগে শিশু চুরি হওয়ার পর পুকুর থেকে মরদেহ উদ্ধার হয়।
এসএস//