বসানো হলো পদ্মাসেতুর ৩৯তম স্প্যান, দৃশ্যমান ৫৮৫০ মিটার
- Update Time : ০৫:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
মুন্সিগঞ্জ প্রতিনিধি : পদ্মাসেতুতে ৩৯ তম স্প্যান বসানো সম্পন্ন হলো।
৬১৫০ মিটার পদ্মাসেতুতে স্প্যান বসানোয় দৃশ্যমান হলো ৫,৮৫০ মিটার।
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর ‘টু-ডি’ স্প্যানটি বসানো হয়েছে। ৩৮তম স্প্যান বসানোর ছয়দিনের মাথায় এটি বসানো হয়। অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দেয়ায় সফলভাবে কার্যক্রমটি ২৭ নভেম্বর শুক্রবার সম্পন্ন হয়।
প্রকৌশলীদের টার্গেট অনুযায়ী গেল অক্টোবর মাসে চারটি চলতি নভেম্বর মাসেও চারটি স্প্যান বসানো হলো।
শুক্রবার ২৭ নভেম্বর দুপুর ১২টা ২৩ মিনিটে মাওয়া প্রান্তের ১০ ও ১১ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়েছে বলে নিশ্চিত করেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। এটি চালু হলে দেশের অর্থনৈতিক কার্যক্রমে নতুন বিপ্লব সাধিত হবে।
এসএস//