মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- Update Time : ০৬:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ০ Time View
মাগুরা প্রতিনিধি : মাগুরার সীতারামপুর ঢাল এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩০) ও তাহারুল ইসলাম (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার ২৭ নভেম্বর দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন জাগলা গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও তাহারুল ইসলাম ঘোড়ামারা গ্রামের মোস্তফা ইসলামের ছেলে।
নিহত সোহাগের মামা আকিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে মোটরসাইকেলে করে সোহাগসহ তিনজন বড়খড়ী আত্মীয় বাড়ি থেকে মাগুরায় ফিরছিলেন। পথে সীমারামপুর ঢালে পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যান তিন আরোহী। এতে ঘটনাস্থলেই তাহারুল ইসলাম মারা যায়।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ হোসেনও মারা যায়। আহত ইমরানকে চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি বলেন, নিহত সোহাগ হোসেন কিছু দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। মরদপহনময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে ।
এসএস//